সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আশানরুপ ব্যাটিং করতে পারল না বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে মাত্র ১০০ রানে অলআউট হয়েছে দলটি। লঙ্কান বোলারদের সম্মিলিত আক্রমণের সামনে এ দিন দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা।
শুরুটা দেখেশুনেই করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২৮ রান তোলে দলটি। ১৭ বলে ১৬ রান করে ফিরে যান রুবিয়া হায়দার। তারপর দলীয় ৫৩ রানে আরেক ওপেনার শামিমা সুলতানা ফিরে যান। ২৩ বলে ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন শামিমা। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। শামিমা এবং রুবিয়ার মতো বোল্ড হন সোবহানা মোস্তারি এবং নিগার সুলতানা জ্যোতিও।
সোবহানা ১৮ এবং গত ম্যাচের জয়ের নায়ক জ্যোতি ৭ রানে ফিরে যান। তারপর কেবল মুরশিদা খাতুনই (১৪) দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। এ ছাড়া কেউই ভালো করতে পারেননি। মাত্র ১৮.৩ ওভারে ইনিংস সমাপ্তি ঘটে বাংলাদেশের। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন উদেশিকা প্রাবোধানি, সুগান্ধিকা কুমারি, ইনোকা রানাবিরা এবং কাভিশা দিলহারি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.