বৃষ্টির শঙ্কা থাকলেও নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের টস। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডু বালবির্নি।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমান ও ইয়াসির আলী রাব্বির। যদিও এই ম্যাচে তিন পেসার নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। একাদশে আছেন শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও হাসান মাহমুদ। দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন তাইজুল ইসলাম।
বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.