শেষ ওভারে জিতল বাংলাদেশ

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ছয় উইকেটে জিতেছে বাংলাদেশ নারী দল। জয়ের জন্য শেষ দুই ওভারে ২৫ রান লাগত বাংলাদেশের। নিগার সুলতানা জ্যোতির অনবদ্য ফিনিশিংয়ে এক বল হাতে রেখেই কাঙ্খিত জয় পেয়েছে বাংলাদেশ। ৫১ বলে অপরাজিত ৭৫ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন বাংলাদেশের অধিনায়ক।

বাংলাদেশের এমন জয়ে কৃতিত্ব আছে রিতু মনিরও। ২৩ বলে চারটি চারে ৩৩ রানের ক্যামিও খেলে বড় অবদান রেখেছেন তিনিও। ১৯তম ওভারের প্রথম দুই বলে সিঙ্গেল দেন রিতু এবং নিগার। তৃতীয় বলে চামারি আতাপাত্তুকে চার হাঁকান রিতু। তারপরের বলে আবারও সিঙ্গেল নিয়ে নিগারকে স্ট্রাইক দেন। শেষ দুই বলে ছক্কা ও চার হাঁকান নিগার। ওশাদি রানাবিরার শেষ ওভারে বাংলাদেশের লাগত ৮ রান।

রিতু মনি প্রথম বলে চার মেরে সমীকরণ সহজ করে দেন। পরের বলে সিঙ্গেল নেন। তৃতীয় বলে দৌড়ে দুই রান নেন নিগার। চতুর্থ বলে রান নিতে গিয়ে উইকেটরক্ষকের থ্রো’য়ে মাঠ ছাড়তে হয় রিতুকে। পঞ্চম বলে এক রান নিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছান নিগার।

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৭৪ রানের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ। শামিমা সুলতানা ৫, রুবিয়া হায়দার ৯ এবং সোবহানা মোস্তারি ১৭ রানে ফিরে যান। তারপর ৭১ রানের জুটিতে দলকে জেতান নিগার এবং রিতু। কলম্বোতে এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৪৫ রান তোলে শ্রীলঙ্কা। দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন হারশিতা সামাবিক্রমা। ২৮ বলে ৩৮ রান করেন অধিনায়ক আতাপাত্তু।

বাংলাদেশের হয়ে ২০ রান খরচায় দুই উইকেট নেন ফাহিমা খাতুন। একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার এবং রাবেয়া খান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.