মধ্যপ্রদেশের খারগোনে সেতু থেকে বাস নিচে পড়ে অন্তত ২২ জনের মৃত্যু। মৃতের মধ্যে ৩ জন শিশুও রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ মে) সকালে দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খারগোনেতে। দুর্ঘটনার কবলে পড়া বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। এখনো উদ্ধারকাজ চলছে। অনেক যাত্রী দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে আটকা পড়ে রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় মানুষও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর এনডিটিভি।
পুলিশ সুপার ধরমবীর সিং জানিয়েছেন, আজ সকালে ইন্দোরের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় রেলিং ভেঙে বাসটি নীচে পড়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নীচে পড়ে যায়। বাস পড়ে যাওয়ার আওয়াজ শুনে স্থানীয় মানুষ প্রথমে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও অ্যাম্বুলেন্স। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। মৃতদেহগুলি পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
মধ্যপ্রদেশ সরকার নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা । গুরুতর আহতদের পঞ্চাশ হাজার টাকা। যাদের আঘাত গুরুতর নয় তাদের প্রত্যেককে পঁচিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছে।
অর্থসূচক/ এইচএআই
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.