রিয়াদে স্প্যানিশ রেস্তোরাঁ প্রচারে ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে হাসিমুখে স্প্যানিশ রেস্তোরাঁ টেটেল প্রচার করে গণমাধ্যমে ছবি দিতে দেখা গেছে। স্প্যানিশ রেস্তোরাঁ টেটেল ক্রিশ্চিয়ানো রোনালদো এবং টেনিস তারকা রাফায়েল নাদাল একত্রে শুরু করেছে। রেস্তোরাঁটি চলতি বছরের শুরুতে সৌদির রিয়াদে চালু হয়।

এছাড়াও ছবিতে দেখা গেছে পর্তুগিজ ফুটবলার হোসে সেমেডো এবং স্পোর্টস এজেন্ট রিকার্ডো রেগুফে। রিকার্ডো রেগুফেকই সৌদি আরব ফুটবল দল আল নাসর এফসিতে রোনালদোর স্থানান্তর করেছে।

বুজাইরি টেরেসে টেটেল অবস্থিত। এটি একটি প্রিমিয়াম ডাইনিং হটস্পট যাতে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক আইকন আত-তুরাইফের ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়।

টেটেল রেস্তোরাঁ তাদের নির্বাচিত স্প্যানিশ খাবারের সঙ্গে ইনভেনটিভ মকটেল পরিবেশন করে থাকে।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.