তরুণ উদ্যোক্তাদের সম্মাননা দেবে জেসিআই বাংলাদেশ

সামিট ও এক্সপো-২০২৩

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ সামিট ও তরুণ উদ্যোক্তা সম্মাননা- ২০২৩।

রোববার (৭ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জেসিআই বাংলাদেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপায়ার টু ইনোভেটের (এটুআই) প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। মুখ্য আলোচক হিসেবে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির এবং এটুআই প্রোগ্রামের হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া ম্যানেজার পূরবী মতিন।

জানা যায়, আগামী ৯ থেকে ১০ জুন পর্যন্ত সময়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে ‘জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো ও সৃজনশীল তরুণ উদ্যোক্তা (সিওয়াইই) অ্যাওয়ার্ড ২০২৩’। জেসিআই বাংলাদেশের আয়োজনে ও এসপায়ার টু ইনোভেটের (এটুআই) সহযোগিতায় এটি অনুষ্ঠিত হবে।

স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’র উদ্যোগ নিয়েছেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল অফিসার তাহসিন আজিম সেজান, মুহাম্মাদ আলতামিশ নাবিল, আরিজ আফসার খান, মো. এজাজুল হাসান খান, রেজয়ান উল হক, ষ্টিভ বেনেডিক্ট ডি’সিলভা, শান শাহেদ, শাখাওয়াত হোসেন, ফাহিম আহমেদ ও মো. ফজলে মুনিম।

এ সময় হুমায়ূন কবীর বলেন, সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে। এগুলো হচ্ছে- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সৃষ্টিশীল তরুনদের সংগঠন জেসিআই বাংলাদেশ যে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে সেজন্য তারা প্রশংসা পাওয়ার দাবি রাখে। তাদের এই অনুষ্ঠানটির সফল করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখবো।

জিয়াউল হক ভূঁইয়া বলেন, দেশে ‘স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এতো বড় আয়োজন এটাই প্রথম। বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ লক্ষ্য মাত্রার সাথে জেসিআই বাংলাদেশ সংগঠনের তারুণ্যদীপ্ত অংশগ্রহণ এক ভিন্ন মাত্রা যোগ করবে বলে আমাদের বিশ্বাস।

তিনি আরও বলেন, অনুষ্ঠানে এবছরই প্রথম জেসিআই ক্রিয়েটিভ ইয়াং এন্টারপ্রেনিয়র (সিওয়াইই) অ্যাওয়ার্ড প্রবর্তন করা হচ্ছে। এই সেশনটিতে এক হাজার উদ্যোক্তা তাদের বিজনেস আইডিয়া শেয়ার করতে পারবেন। আর বিজয়ীদের জন্য রয়েছে ৩ লাখ ৫০ টাকার মতো নগদ অর্থ পুরস্কার। নিজের ব্যবসাকে জেসিআই’র বিশ্ব প্লাটফর্মে দেখানোর সুযোগ এবং ভেঞ্চার ক্যাপটালস্টদের থেকে আরও ফান্ডিং জেনারেশনের সুযোগ থাবে।

জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’র প্রধান লক্ষ্য বিশেষজ্ঞ আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে তুলে ধরা। দুই দিন ব্যাপি অনুষ্ঠানে মোট ৬টি বিশেষ সেশন থাকবে। সেশনগুলোতে দেশ এবং দেশের বাইরের বিশেষজ্ঞ ও বক্তা উপস্থিত থাকবেন। এসময় অতিথি ও প্যানেলিষ্টরা তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও মত বিনিময়ের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের সম্ভাবনাময় প্রতিটি দিক তুলে ধরবেন। এছাড়া স্মার্ট এক্সপোতে থাকছে দর্শনার্থীদের জন্য চমকপ্রদ সকল প্রযুক্তির প্রদর্শন। ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ কেমন হবে তার উপর ভিত্তি করে আয়োজন করা হবে ফিউচারিসটিক এক্সপো।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ ১০ জুন তরুণ উদ্যোক্তাদের জন্য থাকছে জেসিআই ক্রিয়েটিভ ইয়াং এন্টারপ্রেনিয়র (সিওয়াইই) অ্যাওয়ার্ড। এই পর্বের জন্য হাজারের অধিক উদ্যোক্তা তাদের বিজনেস আইডিয়া সাবমিট করার সুযোগ পাবেন। যার মধ্যে থেকে বিজয়ীদের জন্য রয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকার গ্রান্ট। সাথে আরও থাকবে মেন্টরিং ও আরও বড় ভেনচার ক্যাপিটাল পাওয়ার সহযোগিতা। এই পর্বে দেশ-বিদেশের নামধারী বিনিয়োগকারী ও ভেনচার ক্যাপিটাল প্রদানকারী প্রতিষ্ঠান উপস্থিত থাকবে। এছাড়াও এ পর্বের বিজয়ীরা আন্তর্জাতিক মঞ্চে পরবর্তী জেসিআই এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিজয়ীদের সাথে লড়বে।

অর্থসূচক/এমএইচ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.