জিম্বাবুয়ে ও বাহারাইনে পর্যটক আকর্ষণে সহায়তা করবে এমিরেটস

এমিরেটস এয়ারলাইন সম্প্রতি অনুষ্ঠিত অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট (এটিএম) চলাকালে জাম্বিয়া ট্যুরিজম এবং বাহারাইন ট্যুরিজম এন্ড এক্সিবিশন অথরিটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর অধীনে এয়ারলাইনটি উভয় দেশে আরও বেশী সংখ্যক পর্যটক আকর্ষণে সংস্থা গুলোর সঙ্গে যৌথভাবে কাজ করবে।

বাহারাইন তাদের নতুন চার বছর মেয়াদী (২০২২-২৩) কৌশলের অধীনে ২০২৬ সাল নাগাদ ১৪.১ মিলিয়ন পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এমিরেটস বর্তমানে দেশটিতে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং বিভিন্ন দেশের পর্যটকরা ভায়া দুবাই দেশটিতে ভ্রমণের জন্য সুবিধাজনক সংযোগ পাচ্ছেন।

জিম্বাবুয়ে ভ্রমনে পর্যটকদের আকর্ষণ করতে এমিরেটস দেশটিতে পর্যটন কতৃপক্ষের সঙ্গে যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। হরেকরকম বিজ্ঞাপন ও বিপণন ক্যাম্পেইন পরিচালনাও বিবেচনা করা হচ্ছে। এমিরেটস বর্তমানে দেশটিতে দৈনিক ফ্লাইট পরিচালনা করছে।

এমিরেটস বর্তমানে বিশ্বের ৬টি মহাদেশের ১৩০টির অধিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা থেকে প্রতি সপ্তাহে এয়ারলাইনটির ২১টি ফ্লাইট চলাচল করছে।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.