ইরানে আহওয়াজ হামলার মূল পরিকল্পনাকারীর মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ শহরে ২০১৮ সালে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হাবিব ফারাজুল্লাহ চাবের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সুশনিবার সকালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

২০১৮ সালের মার্চ মাসে সামরিক কুচকাওয়াজ চলার সময় আহওয়াজ শহরে হাবিব চাবের নেতৃত্বাধীন হরকাতুল নাযাল নামে একটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ভয়াবহ হামলায় ২৫ জন ইরানি নাগরিক নিহত হয়েছিলেন। সন্ত্রাসী এই রিংলিডার হাবিব আসয়ুদ নামেও পরিচিত।

গত ১২ মার্চ ইরানের বিচার বিভাগ নিশ্চিত করেছিল যে, হরকাতুল নাযাল নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী গঠন, পরিচালনা এবং এর নেতৃত্ব দেয়া ও খুজেস্তান প্রদেশে বিভিন্ন সন্ত্রাসী অভিযান পরিচালনার দায়ে হাবিব চাবকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। এর আগে এই সন্ত্রাসী রিংলিডার নিজের অপরাধের কথা স্বীকার করেন এবং ২০১৮ সালে আহওয়াজ হত্যাকাণ্ড তার পরিকল্পনাতেই সংঘটিত হয়েছিল বলে জানান।

২০২০ সালের নভেম্বর মাসে ইরানের স্পেশাল ফোর্সের যৌথ অভিযানে এই সন্ত্রাসী নেতা ধরা পড়েন।খবর- পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.