লরিয়াঁর কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার পরই সপরিবার নিয়ে সৌদি আরব সফরে যান লিওনেল মেসি। কাজটা তিনি করেছেন পিএসজির অনুমতি ছাড়াই! তাই বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ককে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে ফরাসি জায়ান্টরা।
যদিও অন্য ফুটবলারদের তুলনায় ক্যারিয়ারে খুবই কমই বিতর্কে জড়িয়েছেন মেসি। কারণ মাঠের পাশাপাশি মাঠের বাইরেও সুশৃঙ্খল জীবনযাপন করতে পছন্দ করেন মেসি। এবার সেই মেসিই কি না নিয়ম ভাঙার অভিযোগে পেলেন শাস্তি।
পিএসজির বিবৃতি অনুযায়ী, মেসি সৌদিতে যাওয়ার জন্য কোনো ধরনের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি। এর মানে অনুমতি ছাড়াই সৌদি সফরে গেছেন আর্জেন্টাইন মহাতারকা। যদিও এই বিষয়টি নিয়ে ভুল তথ্য দিচ্ছে পিএসজি, একথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
বিবিসি জানিয়েছে, মেসি সফরটির জন্য ক্লাবের অনুমতি চেয়েছিলেন। কিন্তু তাতে সায় দেয়নি পিএসজি। আর্জেন্টাইন তারকা সৌদি আরবের পর্যটন দূত হওয়ায় বিষয়টিকে অতটা পাত্তাও দেননি। নিজের বাণিজ্যিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঠিকই আরব দেশটিতে সফর করেছেন। এখন নিষেধাজ্ঞার ফলে মেসি এই সময়ে ক্লাবের হয়ে কোনও ম্যাচ খেলা তো দূরের কথা। অনুশীলনেও অংশ নিতে পারবেন না। পাবেন না আর্থিক সুবিধাও।
এমন একটা সময় মেসি ঝামেলায় পড়লেন যখন নাকি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ প্রায় শেষের পথে। গ্রীষ্মেই পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হয়ে যাবে তার। তাছাড়া মার্চেই বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট রাফায়েল ইউস্তে দাবি করেছেন, ন্যু ক্যাম্পে মেসিকে ফেরাতে তার সঙ্গে যোগাযোগ রাখছে কাতালান জায়ান্টরা।
এদিকে ফ্রান্সের ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে পিএসজি। অর্থাৎ, পিএসজিতে মেসির ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে আগামী মাসেই।
২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমান মেসি। এই গ্রীষ্মেই শেষ হবে পিএসজির সঙ্গে তার দুই বছরের চুক্তির মেয়াদ। ফরাসি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭১ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ৩১টি, করিয়েছেন ৩৪টি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.