ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে টানা ৮৭ দিনের অনশনের পর মারা গেছেন ৪৫ বছর বয়সী ফিলিস্তিনি বন্দী খাদের আদনান। কোনো অভিযোগ গঠন বা বিচার ছাড়াই ফিলিস্তিনি বন্দীদের আটক রাখাসহ নানা বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তিনি প্রায় তিন মাস ধরে অনশন করছিলেন।
অনশনরত এই বন্দীর মুক্তির জন্য বারবার আবেদন জানানো হলেও ইসরাইলি কর্তৃপক্ষ তাকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা খাদের আদনান ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদ’র সদস্য ছিলেন। এ কারণে এর আগেও অন্তত ১১ বার গ্রেপ্তার হয়েছেন তিনি।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, এবারও বিনা অভিযোগে তাকে আটক করে দখলদার ইসরাইল। এর প্রতিবাদ জানিয়ে টানা ৮৭ দিন খাদ্য গ্রহণে বিরত ছিলেন তিনি।
ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহারোনোত জানিয়েছে, মঙ্গলবার সকালে খাদের আদনানকে কারাকক্ষে অচেতন অবস্থায় পাওয়া যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর প্রচার করে।
ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে জিহাদ অব্যাহত থাকবে। আমরা শাহাদাতের পথ বেছে নিয়েছি। এ ক্ষেত্রে খাদের আদনান সর্বোত্তম দৃষ্টান্ত। খাদের আদনানের মতো মানুষেরা আছে বলেই আজও ফিলিস্তিনিদের স্বপ্ন বেঁচে আছে। পার্সটুডে
— Sarah Hassan (@Sarah_Hassan94) May 2, 2023
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.