ধুলোঝড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিনয়ে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। ধুলোঝড়ের কারনে সামনে কিছুই স্পষ্ট দেখতে না পারার কারনে হাইওয়েতে একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এই কারনে প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, হাইওয়েতে হঠাৎ তীব্র ধুলোর ঝড় শুরু হয়। তাতে মুহূর্তের মধ্যে চারদিক ধুলোয় ভরে যায়। দৃশ্যমানতা শূন্যে গিয়ে পৌঁছায়। ফলে রাস্তায় যে গাড়িগুলো চলছিল, সেগুলো দিকভ্রান্ত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পরে ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার হয়। সকলেই গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
দুর্ঘটনাস্থল থেকে ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। স্থানীয় প্রশাসনের বক্তব্য, ৪০ থেকে ৬০টি গাড়ি দুর্ঘটনায় কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি ট্রাকও আছে।
এই সময় কৃষকেরা মাঠে নতুন বীজ বপন করেন। মাটি নরম করা হয়। ঝড়ে সেই মাটি উড়ে গিয়ে ৫৫ নম্বর হাইওয়ে ঢেকে দেয়। আর তার ফলেই মুহূর্তের মধ্যে দৃশ্যমানতা শূন্য হয়ে যায় বলে মনে করা হচ্ছে। বিষয়টির তদন্ত চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.