তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, তার দেশের গোয়েন্দা সংস্থা এমআইটি-র অপারেশনে ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু হুসেইন আল-কুরেশির মৃত্যু হয়েছে। তাদের গোয়েন্দা সংস্থা বেশ কিছুদিন ধরে আল-কুরেশির গতিবিধি ট্র্যাক করছিল।
তুরস্কের স্থানীয় মিডিয়ার রিপোর্ট, উত্তর সিরিয়ার শহর জান্দারিসে এই অপারেশন চালানো হয়। শনিবার সিরিয়ায় এই অপারেশন চলে। এই অঞ্চলটি তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের দখলে আছে। কিছুদিন আগে তুরস্ক ও সিরিয়ায় যে ভূমিকম্প হয়, তখন এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, শনিবার পুরো এলাকাটা নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে। কাউকে ওই দিকে যেতে দেয়া হয়নি। শনিবার রাতে তারা গুলির আওয়াজ পান। একঘণ্টা পরে বিস্ফোরণের শব্দ শোনেন।
আবু হুসেইন আল-কুরেশি গতবছর নভেম্বর থেকে আইএস প্রধানের দায়িত্বে ছিলেন। তার আগের আইএস প্রধান আবু হাসান আল হাশিমি আল-কুরেসি দক্ষিণ সিরিয়ায় এক অপারেশনে মারা যান। তার আগের আইএস প্রধান আবু ইব্রাহিম আল হাশেমি আল-কুরেশি ২০২২ সালের ফেব্রুয়ারিতে মার্কিন বাহিনীর বিশেষ অপারেশনের সময় নিজেকে উড়িয়ে দেন।
২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা শাসন করত আইএস। পরে আমেরিকার নেতৃত্বাধীন বাহিনী তাদের কাছ থেকে এই এলাকার অনেকটাই ছিনিয়ে নেয়। এখন তারা ইরাক ও সিরিয়ার প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে এবং সেখান থেকে অন্তর্ঘাতমূলক কাজকর্ম চালায়। যে সব এলাকা তুরস্কের প্রভাবে রয়েছে, সেখানে আইএসের কর্মকর্তাদের বিরুদ্ধে আগেও অভিযান চালানো হয়েছে। সূত্র: ডিডাব্লিউ, এএফপি, রয়টার্স
NOW – ISIS leader Abu Hussein al-Qurashi "neutralized" by Turkish forces in Syria yesterday: Erdoganpic.twitter.com/W3fSrzFhra
— Disclose.tv (@disclosetv) April 30, 2023
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.