দেশের নবীনতম বেসরকারী এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রা আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৩’ এর সঙ্গে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। আগামী ১৮-২০ মে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে দেশের সর্বাধিক জনপ্রিয় এই মেলাটি অনুষ্ঠিত হবে। ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর এই মেলাটির আঠারোতম আসর আয়োজন করছে।
আজ (৩০ এপ্রিল) রাজধানীর এয়ার এস্ট্রা প্রধান কার্যালয়ে আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে টাইটেল স্পন্সর সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে কাজী ওয়াহিদুল আলম বলেন, “এবারের ঢাকা ট্রাভেল মার্টে এয়ার এ্যাস্ট্রাকে পাশে পেয়ে আমরা আনন্দিত। প্রতি বারের মতো এবারেও ঢাকা ট্রাভেল মার্টে আমরা আশাতীত সাড়া পেয়েছি। দেশের ভ্রমণ ও পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সকলের জন্য এই মেলাটি গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে”।
ইমরান আসিফ বলেন, “আকাশ ভ্রমণে, গুনগত মানের নতুন একটি বেঞ্চমার্ক তৈরির লক্ষ্য নিয়ে এয়ার এ্যাস্ট্রা গত বছরই যাত্রা শুরু করেছে। ঢাকা ট্রাভেল মার্টের মতো অত্যন্ত জনপ্রিয় ইভেন্টের সঙ্গে যুক্ত হতে পারাটা আমাদের জন্য গর্বের ব্যাপার। এই মেলাটির মাধ্যমে আমরা আমাদের উপস্থিতি আরো জোরালোভাবে প্রকাশের সুযোগ পাবো বলে মনে করছি। মেলা চলাকালীন আমরা দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় অফার ঘোষণা করতে যাচ্ছি”।
ঢাকা ট্রাভেল মার্ট ২০২৩ এ, দেশ ও বিদেশের বিভিন্ন এয়ারলাইন, জাতীয় পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর, হসপিটালিটি প্রপার্টি, ট্রাভেল এজেন্সী, ওটিএসহ বিভিন্ন প্রতিষ্ঠান শতাধীক স্টল ও প্যাভিলিয়নে তাদের পন্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারীরা নতুন প্রোডাক্ট ঘোষণা ছাড়াও বিভিন্ন আকর্ষণীয় অফার নিয়ে আসছে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.