বিরাট কোহলির সঙ্গে খানিকটা পাল্লা দিয়েই যেন রেকর্ড ভেঙে আর গড়ে চলেছেন বাবর আজম। সরাসরি নাম না নিলেও কদিন আগে বাবর-রিজওয়ানদের ইঙ্গিত করে মোহাম্মদ ওয়াসিম মন্তব্য করেন, পাকিস্তানের ব্যাটাররা ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলে। যদিও এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাবর।
রমিজ রাজার সময় পাকিস্তানের প্রধান নির্বাচক ছিলেন ওয়াসিম। নাজাম শেঠি চেয়ারম্যান হওয়ার পদ হারাতে হয় তাকে। দায়িত্ব ছাড়ার কয়েক মাস পর পাকিস্তানের ব্যাটারদের নিয়ে এমন অভিযোগ করেন সাবেক এই ক্রিকেটার। ওয়াসিমের ধারণা, ব্যক্তিগত মাইলফলকের দিকে তাকানোর ফলেই দল হিসেবে সাফল্য পাচ্ছে না পাকিস্তান।
ব্যাটারদের ৪০ থেকে ৫০ আর ৯০ থেকে ১০০ রানের সময় ব্যাটিংয়ের ধরণ দেখলেই সবটা পরিষ্কার হবে বলে মনে করেন তিনি। এদিকে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে পাকিস্তান। তবে শিরোপা জেতা হয়নি। সেই সঙ্গে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে না পারা ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়ার মতো রেকর্ডও আছে।
আইসিসির র্যাঙ্কিংয়ে পাকিস্তানের ক্রিকেটারদের খানিকটা জয়জয়কারই। কোনো সংস্করণে দল হিসেবে শীর্ষে থাকতে না পারলেও ক্রিকেটাররা রয়েছেন শীর্ষে। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সেরা তিনে পাকিস্তানের দুজন, ওয়ানডেতে দুজন আর টেস্টে সেরা পাঁচে একজন। বোলিংয়ে ওয়ানডে এবং টেস্টে সেরা দশে আছেন একজন করে। অথচ দল হিসেবে টি-টোয়েন্টিতে তিনে, ওয়ানডেতে পাঁচে আর টেস্টে পাকিস্তানের অবস্থান ছয়ে। এদিকে কয়েকদিন আগে এশিয়ার দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ১২ হাজার আন্তর্জাতিক রান করেছেন বাবর। ওয়াসিম যে আঙুলটা তার উপরই তুলেছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না।
স্থানীয় এক ওয়েবসাইটের সঙ্গে আলাপকালে বাবর বলেন, ‘আমি কখনই ব্যক্তিগত মাইলফলকে মনোযোগ দিইনি। সবসময় আমার লক্ষ্য থাকে দলের জন্য সেরাটা দেয়া এবং এমন পারফরম্যান্স করা যাতে আমার দল জিতে। আপনি যখন সেই লক্ষ্য নিয়ে খেলবেন তখন এমনিতেই মাইলফলক অর্জন করবেন। সবসময় ইম্প্যাক্টফুল পারফরম্যান্স দেয়াটা লক্ষ্য হওয়া উচিত। মাইলফলক আর রেকর্ড আসলে মানসিকতার উপজাত। আমার ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। আমি যা চাই সবই দেশের সাফল্যের জন্য। আমি কখনই কোনো একটা রেকর্ড বা অন্য কোনো কিছুর দিকে মনোযোগ দিইনি। পারফরম্যান্স করলে এসব এমনি এমনি আসে। কিন্তু সবসময় আমার প্রধান লক্ষ্য হলো দেশের ম্যাচ এবং টুর্নামেন্ট জেতা। যেখানে আমার বলার মতো পারফরম্যান্স থাকবে।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.