চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকার রেল চলাচল বন্ধ

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটমুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হওয়ায় আপ লাইনের (ঢাকামুখী লাইন) বেশ কিছু অংশের ক্ষতি হয়। দুর্ঘটনার পর ডাউন লাইনে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী দাড়িয়াপুরে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগিগুলো উদ্ধার করার জন্য আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। তবে ট্রেনটি উদ্ধার করতে কত সময় লাগবে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.