ফেসবুক-টুইটারের ব্যবহার কমিয়ে খেলায় মনোযোগ দাও, বাবরদের রমিজ

সর্বশেষ ৯ টি সিরিজ ও টুর্নামেন্টের একটিতেও জিততে পারেনি পাকিস্তান। এমনকি আফগানিস্তানের সঙ্গেও পেরে ওঠেনি দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষপর্যন্ত ২-২ ব্যবধানে সিরিজ শেষ করতে হয়েছে দলটিকে। এদিকে আইপিএল খেলতে ব্যস্ত আছেন নিউজিল্যান্ডের মূল দলের ক্রিকেটাররা। আর তাই টম লাথামের নেতৃত্বাধীন তরুণ এক দলকে পাকিস্তানে সিরিজ খেলতে পাঠায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়েও গিয়েছিল বাবরের দল। কিন্তু এরপরই নিউজিল্যান্ড চমকে দেয় তাদের। লাথাম, মার্ক চ্যাপম্যান ও জিমি নিশামের দুর্দান্ত ব্যাটিংয়ে তৃতীয় ও পঞ্চম টি-টোয়েন্টি জিতে যায় কিউইরা। আর শিলাবৃষ্টির কারণে চতুর্থ ম্যাচটি এমনিতেই পরিত্যক্ত হয়। ফলে এগিয়ে থেকেও সিরিজ জিততে পারেনি পাকিস্তান। ২-২ সমতা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে। এমন দুঃসময়ে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের সমালোচনায় মেতেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।

রমিজ রাজা সেভাবে সমালোচনা না করলেও, সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে খেলায় মনোযোগ দিতে বলছেন বাবরবাহিনীকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘এই পর্যায়ে এসে টানা ম্যাচ হারা মানায় না। সাম্প্রতিক হারগুলো থেকে অবশ্যই শিখতে হবে। ঈদের ছুটিতে ওরা বেশ সেমাই-ফিরনি-পায়েস খেয়েছে, যথেষ্ট আরাম করেছে। কিন্তু তারকাখ্যাতির ওপর নির্ভর করে ম্যাচ জেতা যায় না।’

একইসঙ্গে বাবরদের ফেসবুক-টুইটারের ব্যবহার কমিয়ে খেলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন রমিজ, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার কমিয়ে ক্রিকেটে আরও মনোযোগী হতে হবে। দিন শেষে মাঠের পারফরম্যান্সই সাফল্য নির্ধারণ করবে।’

নিজের ইউটিউব চ্যানেলে অবশ্য নিউজিল্যান্ড দলকেও প্রশংসায়ও ভাসিয়েছেন রমিজ, ‘নিউজিল্যান্ডের ধারাবাহিক ও চিত্তাকর্ষক পারফরম্যান্স পাকিস্তানকে মোমেন্টাম ধরে রাখতে দেয়নি। ফর্ম ও মনোযোগ ধরে রাখতে বেশ ভুগতে হয়েছে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.