যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টার, মুন্সিগঞ্জ ইউনিটের উদ্বোধন করা হয়। মুন্সিগঞ্জের উত্তর সিপাহীপাড়ায় এই ডায়ালাইসিস সেন্টারটি উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক এমপি নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এসময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নিকটস্থ শাখা সমূহের ব্যবস্থাপকগণ এবং বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.