যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাবের পদত্যাগের পর তার জায়গায় অলিভার ডাউডেনের নাম ঘোষণা করেছে সরকার। সরকারি কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশের মুখে গতকাল ডমিনিক রাব পদত্যাগ করেন।
খবর ইভেনিং স্ট্যান্ডার্ড এর।
সুনাকের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র তিনি অলিভার ডাউডেন বর্তমানেও প্রধানমন্ত্রী ঋষি সুনাক সরকারের মন্ত্রী পরিষদের সদস্য। তিনি বর্তমানে কেবিনেট অফিস মিনিস্টার হিসাবে আছেন ডাউডেন।
ডমিনিক রাবের পদত্যাগে বিচার মন্ত্রণালয়ের পদও শুন্য হয়ে পড়ে। সংসদ সদস্য অ্যালেক্স চককে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
ডাউডেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে গত জুনে দুটি উপনির্বাচনে দলের ভরাডুবির পর ডাউডেন এই পদে ইস্তফা দিয়েছিলেন।
এর আগে ২০১৫ সাল থেকে ডাউডেন ছিলেন হার্টফোর্ডশায়ার থেকে নির্বাচিত এমপি। সরকারের কয়েকটি ঊর্ধ্বতন পদে তিনি কাজ করেছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি একটি পিআর প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের অফিসে ডিপুটি চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.