টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাশেজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টেস্ট দল থেকে বাদ পড়ার জল্পনা-কল্পনা উড়িয়ে জায়গা ধরে রেখেছেন ডেভিড ওয়ার্নার। এছাড়াও ওপেনার মার্কাস হ্যারিসের পাশাপাশি দলে ফেরানো হয়েছে মিচেল মার্শকে।

ইনজুরি থেকে ফেরা মার্শ এবং হ্যারিসের মতো স্কোয়াডে রাখা হয়েছে তরুণ উইকেটরক্ষক ব্যাটার জস ইংলিসকে। ইংলিসের মতো এবারই প্রথমবার অ্যাশেজ সিরিজের দলে আছেন অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, স্কট বোল্যান্ড এবং টড মারফি।

২০২৩-২৪ মৌসুমে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও স্কোয়াডে জায়গা পেয়েছেন হ্যারিস। অপরদিকে এই চুক্তিতে না থাকা পিটার হ্যান্ডসকম্ব বাদ পড়েছেন দল থেকে। এদিকে ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরছেন পেসার জস হ্যাজেলউডও। এছাড়া উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, মারনাস ল্যাবুশেনরা অনুমিতভাবেই এই দলে আছেন।

আগামি ৭ জুন দ্যা ওভালে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। সেই মাসের ১৬ তারিখে এজবাস্টন টেস্টের মধ্য দিয়ে শুরু হবে এই মৌসুমের অ্যাশেজ সিরিজ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড- প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিস, উসমান খাওয়াজা, মারনাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মারফি, ম্যাট রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নার।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.