বেজিংয়ে হাসপাতালে আগুন, নিহত ২৯

বেজিংয়ের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এখনো পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালটি থেকে রোগীদের বার করে আনা হয়েছে বলেও জানা গেছে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে বেজিংয়ের পরিচিত হাসপাতাল চ্যাংফেং থেকে উদ্ধারকারী দলের কাছে ফোন যায়। বলা হয়, ভয়াবহ আগুন লেগেছে হাসপাতালটিতে। কিছুক্ষণের মধ্যেই দমকল এবং উদ্ধারকারী ঘটনাস্থলে পৌঁছায়। বহু রোগীকে উদ্ধার করা হয়। কিন্তু ২৯ জনকে বাঁচানো যায়নি। তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা এখনো তল্লাশি চালাচ্ছেন। ভিতরে কোনো রোগী আটকে আছেন কি না, খতিয়ে দেখা হচ্ছে।

আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষ এখনো এবিষয়ে কোনো বিবৃতি দেননি। যে ভিডিওগুলি পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে, ধোঁয়ায় ভরে গেছে হাসপাতালের ভিতর। রোগী এবং স্বাস্থ্যকর্মীরা বিছানার চাদর বেয়ে জানলা দিয়ে নামার চেষ্টা করছেন। কেউ কেউ জানলার বাইরে লাগানো এসি-র উপর আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। মঙ্গলবার রাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে স্থানীয় প্রশাসন সংবাদমাধ্যমকে জানিয়েছে। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.