রোহিত শর্মাদের তৃতীয় জয়

প্রথমে ক্যামেরন গ্রিন, ইশান কিশান এবং তিলক ভার্মাদের দায়িত্বশীল ব্যাটিং এবং তারপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সানরাইজার্স হায়দরাবাদকে ১৪ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এটা রোহিত শর্মার দলের তৃতীয় জয়। পয়েন্ট তালিকায় ছয়ে আছে দলটি।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সুচনা করে মুম্বাই। মাত্র ৪.৪ ওভারেই ৪১ রান তোলে দলটি। ১৮ বলে ২৮ রান তুলে ফিরে যান রোহিত। তারপর অবশ্য দ্রুত রান তুলতে বেগ পেতে হয় পাঁচবারের শিরোপাজয়ী দলটিকে।

তিনে নেমে শুরু থেকেই রয়েসয়ে খেলেন গ্রিন। কিশানও রান তুলেন আস্তে আস্তে। ৩১ বলে ৩৮ রান তুলে ফিরে যান কিশান। তারপর সূর্যকুমার যাদব ৭ রানে ফিরে গেলে আবারও চাপে পড়ে মুম্বাই। ১৭ বলে ৩৭ রানের ইনিংস খেলে মুম্বাইয়ের রানের চাকা জীবিত করে তোলেন তিলক। এরপর হাত খুলে খেলতে থাকেন গ্রিনও। শেষ পর্যন্ত ৪০ বলে ৬৪ রান তুলে অপরাজিত থাকেন তিনি। সাথে টিম ডেভিডের ১১ বলে ১৬ রানের ইনিংসে পাঁচ উইকেটে ১৯২ রান তুলে মুম্বাই। হায়দরাবাদের হয়ে দুটি উইকেট নেন মার্কো ইয়ানসেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় হায়দরাবাদ। দলটির হয়ে সর্বোচ্চ ৪৮ রান তোলেন মায়াঙ্ক আগারওয়াল। মাঝে হেনরিখ ক্লাসেন ১৬ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলার সময় অবশ্য ভয়ঙ্কর মনে হচ্ছিল হায়দরাবাদকে। শেষপর্যন্ত দলটি থামে ১৯.৫ ওভারে ১৭৮ রান করে। মুম্বাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন জেসন বেহরেনডর্ফ, রাইলি মেরেডিথ এবং পীযূষ চাওলা। হাফ সেঞ্চুরির পর বল হাতে একটি উইকেট নেন গ্রিন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.