রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিলো জি-সেভেন

শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলির গোষ্ঠী জি-সেভেন রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিলো৷ জাপানে দুই দিনের সম্মেলনের শেষে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীরা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও জোরদার করে সেগুলি ‘পুরোপুরি’ কার্যকর করার অঙ্গীকার করলেন৷ ইউক্রেনের উপর হামলার শাস্তি হিসেবে এই সব নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া ও অন্যান্য দেশ যে সব কৌশল অবলম্বন করছে, সেই উদ্যোগ বানচাল করতে জি-সেভেন উপযুক্ত পদক্ষেপ নেবার পরিকল্পনা করছে৷

যৌথ বিবৃতিতে ‘থার্ড পার্টি’ বা অন্যান্য দেশ বা প্রতিষ্ঠানগুলিকে সে বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে৷ সরাসরি নাম না করেও চীন যাতে রাশিয়াকে অস্ত্র সরবরাহ না করে, সে বিষয়ে বিশেষভাবে সাবধান করে দেওয়া হয়েছে৷ তবে সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞার ঘোষণা করা হয়নি৷

জি-সেভেন গোষ্ঠী সরাসরি রাশিয়ার উদ্দেশ্যে অবিলম্বে ও বিনা শর্তে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের ডাক দিয়েছে৷ পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকি এবং বেলারুশে ‘ট্যাকটিকাল’ পরমাণু অস্ত্র মোতায়েনেরও নিন্দা করেন গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীরা৷ মস্কো যদি রাসায়নিক, জৈব বা পরমাণু অস্ত্র প্রয়োগ করে, তার পরিণতি ভয়াবহ হবে তাঁরা সতর্ক করে দেন৷

রাশিয়াকে সরাসরি সতর্ক করে দিলেও চীনের ক্ষেত্রে কিছুটা সংযত ভাষা বেছে নিয়েছেন জি-সেভেন পররাষ্ট্রমন্ত্রীরা৷ দক্ষিণ চীন সাগরে ‘সামরিকীকরণ’ সংক্রান্ত কার্যকলাপ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করে দিয়েছেন৷ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ-র সাম্প্রতিক মন্তব্য সত্ত্বেও তাইওয়ান সংক্রান্ত নীতি অপরিবর্তিত থাকছে বলে তাঁরা মনে করিয়ে দেন৷ চীন যেভাবে কোনো স্বচ্ছতা ছাড়া পরমাণু অস্ত্র ভাণ্ডারের সম্প্রসারণ এবং মানানসই ক্ষেপণাস্ত্র তৈরি করছে, সেই মনোভাবের সমালোচনা করেছে জি-সেভেন৷ সেইসঙ্গে সরাসরি চীনের নাম করেও ‘অর্থনৈতিক জবরদস্তি’ মোকাবিলার অঙ্গীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রীরা৷ রাজনৈতিক উদ্দেশ্যে আমদানি ও রপ্তানি সংক্রান্ত নিয়মকে হাতিয়ার করার তীব্র বিরোধিতা করেন তাঁরা৷

বিশ্বের অন্যান্য কিছু চলমান সংকট সম্পর্কেও জি-সেভেন পররাষ্ট্রমন্ত্রীরা বক্তব্য রেখেছেন৷ উত্তর কোরিয়ার উদ্দেশ্যে নতুন পরমাণু পরীক্ষা ও ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ থেকে বিরত রাখার ডাক দিয়েছেন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা৷ সুদানে অবিলম্বে সংঘর্ষ বন্ধ করার ডাক দিয়েছেন তাঁরা৷ তালেবানের উদ্দেশ্যে আফগানিস্তানে নারীদের উপর নানা বৈষম্যমূলক বাধা পুরোপুরি তুলে নেবার দাবি জানিয়েছে জি-সেভেন৷

আগামী মে মাসে হিরোশিমায় জি-সেভেন শীর্ষ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পরমাণু নিরস্ত্রীকরণ ও পরমাণু অস্ত্র প্রসার রোধের বিষয়দুটিকে বিশেষ গুরুত্ব দিতে চান৷ তবে বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে সেই উদ্যোগ যে কঠিন, সেই বাস্তবও কার্যত মেনে নিচ্ছে এই গোষ্ঠী৷ এ ক্ষেত্রে কমপক্ষে স্বচ্ছতা হাসিল করতে চায় জাপান৷ সূত্র: ডিডাব্লিউ, ডিপিএ, এএফপি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.