সুপার লিগ শুরুর তারিখ ঘোষণা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রাথমিক পর্ব শেষ হয়েছে। সব ঠিক থাকলে পহেলা মে থেকে শুরু হবে টুর্নামেন্টটির সুপার লিগ। মঙ্গলবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতি বছর মার্চ-এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ায়। প্রচণ্ড গরমের সঙ্গে লড়াই করেই প্রতিবছর দেশের একমাত্র লিস্ট ‘এ’ টুর্নামেন্টে খেলতে হয় ক্রিকেটারদের। এবার গরমের মাত্রা বেশি হওয়ায় ক্রিকেটারদেরও ভোগান্তি বাড়ছে। যা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ। তাই সব কিছু বিবেচনা করে সুপার লিগ শুরু’তে বিরতি দিয়েছে সিসিডিএম। এছাড়া রিজার্ভ ডে সহ বিশ্রামও রেখেছে কর্তৃপক্ষ।

গণমাধ্যমকে সালাহ উদ্দিন বলেন, ‘আমরা আজকে সবার সাথে বসেছিলাম… যারা সুপার লিগ ও রেলিগেশনে খেলবে। ক্লাব অফিসিয়ালদের সঙ্গে আলাপ করে যেটা সিদ্ধান্ত নিয়েছি তা হল পহেলা মে শুরু হবে সুপার লিগ। এর মধ্যে একদিন রিজার্ভ ডে ও একদিন থাকবে বিশ্রাম। মূলত গরমের কারনে আমরা একটা লম্বা বিরতি দিচ্ছি। এছাড়া ক্লাবগুলোরও চাওয়া ছিল ইদের পর একটা বিরতি যেন পায়। সব ঠিক থাকলে মে মাসের ১৪ তারিখ শেষ হবে প্রিমিয়ার লিগ, রেলিগেশন লিগ শেষ হবে ৯ মে।

এদিকে কয়টি ভেন্যুতে চলবে সুপার লিগ ও রেলিগেশনের ম্যাচগুলো, তা জানিয়ে সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘খেলা হবে ৪ ভেন্যুতে, এর মধ্যে একটায় শুধু রেলিগেশন লিগই হবে। বাকি ৩টায় চলবে সুপার লিগ। মিরপুরকে তো আমরা পুরোপুরি পাচ্ছি। ৪ ভেন্যুতে খেলা চালালে আমাদের রিজার্ভ ডে ও রেস্ট ডে’র হিসেবটা ঠিক থাকবে।’

এবারের সুপার লিগে খুব বড় চমক নেই। প্রত্যাশিত দলগুলোর সবাই এই ধাপে সুযোগ পেয়েছে। গত মৌসুমে সুপার লিগে উঠতে ব্যর্থ হওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার সফল। এছাড়া গত আসরের বাকি পাঁচটি দল আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবারও সুপার লিগে খেলার সুযোগ পেয়েছে। গতবারের সুপার লিগ থেকে এবার বাদ পড়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। সোমবার তিনটি ভেন্যুতে প্রাথমিক রাউন্ডের সবগুলো ম্যাচ শেষ হয়েছে। ১১ ম্যাচ শেষে সবার শীর্ষে অবস্থান করছে আবাহনী লিমিটেড। ১১ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে শিরোপার পুনরুদ্ধারের মিশনে খুব ভালো করেই আছে তারা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.