সম্প্রতি রাজধানীর বসুন্ধরা এলাকায় চালু করা হয় নতুন বুফে রেস্টুরেন্ট ‘আরমানি লাউঞ্জ’ । ভোজনরসিকদের জন্য আন্তর্জাতিক মানের ও নানান কুইজিন খাবারের সমারোহ নিয়ে রাজধানীতে নতুন রেস্টুরেন্ট ‘আরমানি লাউঞ্জ’ উদ্ধোধন করা হয়েছে। আরমানি লাউঞ্জের বৈশিষ্ট্যকে তুলে ধরেই উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরমানি লাউঞ্জের উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। সচিব মহোদয়ের সঙ্গে আরো উপস্থিত ছিলেন টোটাল বারাকাহ্ হাউজিং বাংলাদেশ লিমিটেডের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস ও উম্মুল খায়ের।
রেস্টুরেন্টের উদ্ধোধনে বিশেষ আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানাতে আরমানি লাউঞ্জের নির্বাহী শেফ মো. আবদুল্লাহ আল মাহদী যোগ দিয়েছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন এসবিটি আর্কিটেক্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিক, আরমানি লাউঞ্জের কনসালটেন্ট কাজী ইকতেদায়াত হোসাইন এবং আরমানি লাউঞ্জ ব্র্যান্ড অ্যাডভাইসার আবরার উর রহিম সহ আরো অনেকে।
আরমানি লাউজ্ঞের ব্যবস্থাপনা পরিচালক ও টোটাল বারাকাহ্ হাউজিং’র পরিচালক মোহাম্মাদ মাহতাব হোসেন এই রেস্টুরেন্ট নিয়ে বলেন, ‘আমাদের অভিজ্ঞ শেফদের দ্বারা তৈরি খাবারই কাস্টমারদের সামনে পরিবেশন করি। খাবারের মান ও স্বাদের পরিপূর্ণতা টিকিয়ে রাখা যেন কাস্টমার বারবার আমাদের রেস্টুরেন্টে আসে সেটাই আমাদের মূল লক্ষ্য। আমি আশাবাদী যে আমাদের এই উষ্ণ এবং মনোরম পরিবেশে পরিবেশিত দেশীয় ও বিদেশী নানান ধরনের কুইজিন অবশ্যই উপভোগ্য হবে এবং আমরা ভালো সাড়া পাবো।’
আরমানি লাউজ্ঞের প্রধান নির্বাহী কর্মকর্তা ও টোটাল বারাকাহ হাউজিং’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ. কে. এম মোফাক্কার হোসেন বলেন, ‘আরমানি লাউঞ্জ ব্যতিক্রমধর্মী একটি বুফে রেস্টুরেন্ট। ভোজন রসিকদের জন্য আন্তর্জাতিক রন্ধনপ্রণালী ও নানান দেশীয় বিভিন্ন স্বাদের খাবার পরিবেশন করতে আমরা প্রস্তুত। বুফে খাবার আমাদের দেশে এখন অনেক জনপ্রিয়। এক জায়গায় একসঙ্গে নানান রকম খাবারের আয়োজন ও সঙ্গে ইচ্ছেমতন খাবার উপভোগ করতে পারার এই স্বাধীনতার জন্যই বুফের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। সেই কনসেপ্ট থেকেই আরমানি লাউঞ্জের পথ চলা শুরু।’
উক্ত উদ্ধোধনের সমাপনিতে ভিডিও বার্তায় অস্ট্রেলিয়া থেকে সকলকে শুভেচ্ছা জানান, আরমানি লাউঞ্জের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ ইমরান খালিদ এবং আরমানি লাউজ্ঞ ও টোটাল বারাকাহ্ হাউজিং’র চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া। রেস্টুরেন্টের সফলতা ও শুভেচ্ছান্তে তারা আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানে সমাপ্তি করেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.