চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের পঞ্চম ম্যাচে আজ নেমেছে কলকাতা নাইট রাইডার্স। ওয়েংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের আজকের প্রতিপক্ষ স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ানস। টসে জিতে কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক সূর্যকুমার যাদব।
তবে আজকের ম্যাচেও একাদশে জায়গা হলো না লিটন দাসের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে গত ৯ এপ্রিল ভারত গেছেন লিটন দাস। এরপরে কোনো ম্যাচেই দলে জায়গা হয়নি তার। শুরু থেকেই অনুমান ছিল কলকাতা নাইট রাইডার্স একাদশে লিটনের সুযোগের সম্ভাবনা বেশ ক্ষীণ। নিজেদের খেলা শেষ ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে কোনো পরিবর্তন আনেনি কলকাতা।
কলকাতা একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, নারায়ন জগদীশান, নীতিশ রানা (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, সুযশ শর্মা।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.