রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একাদশে রয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে একাদশে একটি পরিবর্তন এনেছে দিল্লি। যেখানে রভম্যান পাওয়েলের জায়গায় সুযোগ পেয়েছেন মিচেল মার্শ।
এদিকে ১০ দলের আসরে এখন পর্যন্ত জয়হীন আছে তারাই। ৪ ম্যাচ খেলে এখনও জয়ের দেখা মেলেনি তাদের। অবস্থান পয়েন্ট টেবিলে সবার নিচে। এমন কঠিন পরিস্থিতিতে থেকেই আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে দিল্লি।
এর আগের ম্যাচে একাদশে এবারের আসরে প্রথমবার সুযোগ পান মুস্তাফিজ। তবে রোহিত শর্মার উইকেট পেলেও দলের জয়ের জন্য খুব একটা ভূমিকা রাখতে পারলেন না। তবুও মুস্তাফিজের ওপর ভরসা রেখেছে দিল্লি ক্যাপিটালস। টানা দ্বিতীয় ম্যাচে রেখেছে একাদশে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.