ভারতে গিরিখাতে বাস পড়ে নিহত ১২

ভারতের মহারাষ্ট্রের পুরোনো মুম্বাই-পুনে মহাসড়কের একটি গিরিখাতে যাত্রীবাহী বাস পড়ে যায়। সেখানে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয় এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। রাইগাদ জেলার শিংরোবা মন্দিরের কাছে শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনাটি খোপোলি থানার আওতাধীন এলাকায় ঘটেছে। এটি একটি সংগীত দল ‘বাজি প্রভু বাদক গ্রুপের’ প্রাইভেট বাস ছিল। পুনে জেলার পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে গোরেগাঁও ফিরছিলেন। সংগীত দলের সদস্যদের নিয়ে পুনে থেকে মুম্বাই যাওয়ার পথে ভোর ৪টা ৫০ মিনিটি নাগাদ মহাসড়কের শিংরোবা মন্দিরের কাছে গিরিখাতে পড়ে যায় বলে জানায় দেশটির পুলিশ কর্মকর্তা।

দুর্ঘটনায় আহত ও নিহতরা মুম্বাইয়ের সিওন, গোরেগাঁও এবং পার্শ্ববর্তী পালঘর জেলার ভিরারের বাসিন্দা। রায়গড়ের পুলিশ সুপার (এসপি) সোমনাথ গর্গে বলেছেন, আহতদের উদ্ধারের পর খোপোলির গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহতদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানিয়েছেন রায়গড়ের অতিরিক্ত পুলিশ সুপার অতুল জেন্দে।

 

সূত্র: এনডিটিভি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.