নিউমার্কেটে আগুন: হাসপাতালে ১২ ফায়ারকর্মীসহ ২৪ জন

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রের সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের ১২ কর্মীসহ ২৪ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ধোঁয়ায় অসুস্থ হয়ে চার জন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে গেলে তাদের অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তারা হলেন- ফায়ার সার্ভিস সদস্য রাসেল (২২), শান্ত (২৪), তৌফিক (২৩) ও ভলান্টিয়ার রিফাত (২৩)।

এ তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নিউমার্কেট এলাকায় নিউ সুপার মার্কেটের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যসহ কয়েকজন অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তারা আগুন নেভানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।

এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছেন, রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে তবে পুরোপুরি নির্বাপণে সময় লাগবে।

আগুন লাগার কারণ জানতে চাইলে নিউ সুপার মার্কেটের মালিক সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ বলেন, সিটি করপোরেশনের লোক রাত ৩টার দিকে ব্রিজ ভাঙ্গার কাজ করছিল। ব্রিজের ওখানে আমাদের কারেন্টের লাইন আছে সেটা তারা খেয়াল করেনি। ওই লাইনের উপর বুল্ডোজার চালানোর সময়ই আগুনের সূত্রপাত হয়। তারা কোনো পরিকল্পনা না করে এই ব্রিজ ভাঙার কারণে আজ এই দশা হয়েছে।

এর আগে আজ (১৫ এপ্রিল) ভোরে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। এখন কাজ করছে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট। সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল। এছাড়া বিমানবাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে। ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছেন।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.