ভারতে আরও ১১ হাজার জনের করোনা শনাক্ত

ভারতে নতুন করে আরও ১১ হাজার ১০৯ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। এটি ২৩৬ দিনের মধ্যে সর্বোচ্চ। এতে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৬২২ জনে দাঁড়ালো।

আজ শুক্রবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। এএফপির বরাতে এক প্রতিবেদনে বাসস এসব তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, এ সময় করোনায়আক্রান্ত হয়ে আক্রান্ত হয়ে ২৯ রোগী মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ৩১ হাজার ৬৪ জনে দাঁড়িয়েছে।

আজকেত হালনাগাদ করা তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে দিল্লি ও রাজস্থান থেকে তিনজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে ছত্তিশগড় ও পাঞ্জাব থেকে দুজন করে এবং হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওডিশা, পুদুচেরি, তামিলনাড়ু, উত্তরখণ্ড ও উত্তর প্রদেশে একজন করে মারা যায়। এ ছাড়া কেরালাতে এ ভাইরাসে ৯জনের মৃত্যু হয়েছে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.