রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল জব্বার। এতদিন বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবিষয়ে এক চিঠি দেয় জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে। চিঠিতে
আব্দুল জব্বারের নিয়োগের বিষয়ে নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
আব্দুল জব্বার জনতা ব্যাংকের এমডি পদে আব্দুছ ছালাম আজাদের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি গত পাঁচ বছরের বেশি সময় ধরে জনতা ব্যাংকের এ দায়িত্ব পালন করে আসছিলেন।
আব্দুল জব্বার বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকে এমডি হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।
চাকরি জীবনে দেশে-বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং বিষয়ক বিভিন্ন ট্রেনিং, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করে বহুবিধ অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেন আব্দুল জব্বার। তিনি ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন তিনি।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়ে থাকে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ। তার আগে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পত্র নিতে হয়।
নিয়ম অনুযায়ী, সরকারের এ মনোনয়ন এখন ব্যাংকের পর্ষদে অনুমোদন করা হবে। তারপর প্রস্তাব আকারে কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠবে জনতা ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি পত্র পেলে তার নিয়োগ চূড়ান্ত করতে পারবে ব্যাংক।
অর্থসূচক/এমএইচ/এমএস
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.