সম্প্রতি “চৈত্র সংক্রান্তি ১৪২৯ ও নববর্ষ ১৪৩০” উদযাপন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। এমটিবি’র প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ সহ এমটিবিতে কর্মরত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও, এমটিবি টাওয়ার সহ এমটিবি’র বিভিন শাখা ও উপশাখায় “চৈত্র সংক্রান্তি ১৪২৯ ও নববর্ষ ১৪৩০” উদযাপিত হয়।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.