আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের মার্চের সেরা হয়েছেন সাকিব আল হাসান। এই লড়াইয়ে পুরুষদের সংক্ষিপ্ত তালিকায় সাকিব ছাড়াও ছিলেন কেন উইলিয়ামসন ও আসিফ খান। তাদের পেছনে ফেলে মার্চের সেরা হয়েছেন টাইগার অলরাউন্ডার।
ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে বড় অবদান রেখেছেন সাকিব। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার ব্যাট হাতে ৭১ বলে ৭৫ রানের ইনিংস খেলার পর বল হাতে ৩৫ রান খরচায় নেন ৪ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা খেলোয়াড়ও হন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরে গেলেও ২ হাফ সেঞ্চুরিতে সাকিব ১৪১ রান করেছিলেন। বল হাতে সিরিজ জুড়ে নিয়েছিলেন ৬ উইকেট। এরপর টি-টোয়েন্টি সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করাতেও বড় ভূমিকা ছিল সাকিবের। প্রথম ম্যাচে ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। বাকি দুই ম্যাচে অবশ্য ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেছেন তিনি। প্রথম ওয়ানডেতে ৯৩ রান করেছিলেন। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৪ বলে অপরাজিত ৩৮। তিন ম্যাচে সাকিবের শিকার ছিল ৫ উইকেট।
এর আগে ২০২১ সালের জুলাইয়েও প্লেয়ার অব দ্য মান্থ হয়েছিলেন সাকিব। এরপর একই বছর অক্টোবরেও প্লেয়ার অব দ্য মান্থের দৌড়ে ছিলেন তিনি। তবে জিততে পারেননি। এদিকে মেয়েদের প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন হেনরিয়েট ইশিমউই।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.