রেস অনলাইন লিমিটেড থেকে চাহিদা মোতাবেক সকল ইন্টারনেট সুবিধা সহ সম্পৃক্ত সকল সেবা গ্রহণ করতে পারবে রূপায়ণ সিটি।
বুধবার (১২ এপ্রিল) দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি ও রেস অনলাইন লিমিটেডের মধ্যে রূপায়ণ সিটি উত্তরার কর্পোরেট কার্যালয়ে এ বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান ও রেস অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এসময় রূপায়ণ সিটি উত্তরার পক্ষে, সিনিয়ার জিএম এইচ আর ও অ্যাডমিনিস্ট্রেশন, এইচ এম ফরিদুর রহমান; জিএম কাস্টমার সার্ভিস ডিভিশন, জায়দুর রশীদ; জিএম ও হেড অফ ফাইন্যান্স, মোঃ মোর্শেদ আলম; ডিজিএম মার্কেটিং, কাজী সারজীল হাসান; এজিএম আইটি ডিপার্টমেন্ট, মোঃ মাহমুদুন নবী উপস্থিত ছিলেন।
এবং রেস অনলাইন লিমিটেডের পক্ষে সিওও, মোহাম্মদ হুমায়ন কবির মোল্লা; সিএমও, মোহাম্মদ মাহাবুব উল্লাহ সুজন; ডিজিএম, বিজনেস ডেভেলপমেন্ট, আতিক উদ্দিন আহমেদ; টেকনোলজির ডিজিএম, এস.এম. মুজাহিদুল হাসান; বিজনেস ডেভেলপমেন্টের উপ-ব্যবস্থাপক, নাজমুল হুদা; এন্টারপ্রাইজ নেটওয়ার্ক এন্ড সলিউশনের সহকারী ম্যানেজার মোঃ মেহেদী হাসান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.