নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার

আমেরিকার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাতিল করার কয়েক সপ্তাহ পর নতুন করে উন্নতমানের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া।

বুধবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আস্ত্রাখান অঞ্চলের কাপুস্টিন ইয়ার ট্রেনিং রাউন্ড থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি কাজাখস্তানের সারি-শাগান ট্রেনিং গ্রাউন্ডের কল্পিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। যেসব লক্ষ্যকে সামনে রেখে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে তার সবই অর্জিত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় বেশ কিছু সংশোধন এনে তার সমাধান করা হয়েছে।

এক বছরের কিছু বেশি সময় আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের অস্ত্র উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এরপর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলো। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.