লুইভিলে ব্যাংক কর্মকর্তার গুলিতে নিহত ৫

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইভিল শহরের একটি ব্যাংকে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন৷ এই গুলির ঘটনায় আহত হয়েছেন নয়জন৷ দুজন পুলিশ অফিসারসহ মোট আটজন আহত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷

হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি পুলিশের৷ হামলাকারী ২৫ বছর বয়সি কোনর স্টার্জেন৷ তিনি শহরতলীতে অবস্থিত ওল্ড ন্যাশনাল ব্যাংক নামের ওই ব্যাকটিতে কাজ করতেন৷ তিনি কী কারণে এই হামলা চালিয়েছেন সে বিষয়ে এখনো পরিস্কার ধারণা পায়নি পুলিশ৷

হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার ‘ইন্টেরিম’ পুলিশ চিফ জ্যাকুলিন গুয়িন ভিলরয়িল৷ পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে হামলাকারী তার হাতের রাইফেল দিয়ে গুলি চালায়৷ গুলি চালানোর এই ঘটনা তিনি লাইভ প্রচারও করেন৷

ইন্টেরিম পুলিশ চিফ জ্যাকুলিন গুয়িন ভিলরয়িল জানান, আহত এক পুলিশ কর্মকর্তাসহ আরো দুইজনের অবস্থা আশঙ্কাজনক৷ তাদের মাথায় গুলি লেগেছে৷

মার্কিন সংবাদমাদ্যম সিএনএন জানায়, গুলির ঘটনার পরপরই সেখানে কর্মরত কয়েকজন ব্যাংকের ভল্টে আশ্রয় নেন এবং পুলিশকে খবর দেন৷

ঘটনার পর এক সংবাদ সম্মেলনে কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশার জানান, ঘটনায় নিহত কয়েকজন তার পুর্বপরিচিত৷ সংবাদ সম্মেলনে তিনি গুলিতে নিহত ৬৩ বছরের টমি এলিয়টের নাম উল্লেখ করে জানান, টমি তার খুব কাছের বন্ধু৷ টমি তাকে আইনজীবী হিসেবে ক্যারিয়ার গড়ে তুলতে এবং গভর্নর হতে সহযোগিতা করেছিলেন বলে স্মরণ করেন তিনি৷

গভর্নর আরও বলেন, এই ঘটনায় আমার খুব কাছের এক বন্ধু মারা গেছেন৷ আমার আরেক বন্ধু অসুস্থ হয়ে হাসপাতালে আছেন৷ আমি আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন৷

এদিকে কেনটাকির মেয়র ক্রেইগ গ্রিনব্যার্গ বলেন, ‘আমরা বন্দুক হামলার এমন ঘটনা এখানে এবং আমাদের রাজ্যের আশেপাশে যেন আর না হয় তা নিশ্চিত করতে দলবদ্ধভাবে কাজ করবো৷’

উল্লেখ্য, গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, লুইভিল শুটিংয়ের এই ঘটনাটিসহ যুক্তরাষ্ট্রে চলতি বছর মোট ১৪৬টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে৷ প্রতিটি ঘটনায় গড়ে অন্তত চারজন নিহত হয়েছেন৷ লুইভিল শুটিংয়ের ঠিক দুই সপ্তাহ আগে ন্যাশভিল শহরের একটি স্কুলে বন্দুক হামলায় তিন শিশুসহ ছয়জন নিহত হয়৷ এমন পরিস্থিতিতে দেশটিতে বন্দুক হামলার ঘটনা নিয়ে অসন্তোষ তৈরি হচ্ছে৷ যদিও বন্দুক নিয়ন্ত্রণ আইনের বিরোধিতা করছে রিপাবলিকানরা৷

লুইভিলের এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই টুইটবার্তায় বলেন, ‘এভাবে নিষ্ক্রিয় থাকার কারণে অনেক আমেরিকান তাদের জীবন দিয়ে মূল্য দিচ্ছে৷’ সূত্র: ডিডাব্লিউ, এপি, রয়টার্স, এএফপি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.