কর্মক্ষেত্রে নানা বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ রয়েছে নারীদের। এর মধ্যেও ব্যবসা, বাণিজ্য, প্রশাসনিক ক্যাডার ও রাজনীতিতে এগিয়ে যাচ্ছেন দেশের নারীরা। পাশাপাশি ব্যাংকিং খাতেও বেড়েছে নারীর কর্মসংস্থান। বর্তমানে ব্যাংকে নারী কর্মকর্তার হার ১৬ দশমিক ২৯ শতাংশ। যা এর আগের বছর ছিল ১৫ দশমিক ৮০ শতাংশ।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ২০২২ সাল শেষে ব্যাংক খাতে মোট কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ১০২ জন। এর মধ্যে ৩১ হাজার ৯৩৯ জন বা ১৬ দশমিক ২৯ শতাংশ নারী। একই বছরের জুন শেষে খাতটিতে নারী কর্মকর্তা ছিল ৩১ হাজার ৫৪৮ জন। সেই হিসাবে বছরের শেষ ছয় মাসে ৩৯১ জন নারীর কর্মসংস্থান বেড়েছে।
এদিকে ব্যবস্থাপনার মধ্যম স্তরে নারীদের অংশগ্রহণ ১৫ দশমিক ৬৭ শতাংশ। আর ব্যাংকের উচ্চপর্যায়ে ৯ দশমিক ২২ শতাংশ নারী নেতৃত্ব দিচ্ছেন। ২০২১ সালে ব্যাংকে ক্যারিয়ার শুরু করা নারীর হার ছিল ১৬ দশমিক ২১ শতাংশ। মধ্যম স্তরে ছিল ১৫ দশমিক ৫৯ ও উচ্চপর্যায়ে ৮ দশমিক ৯৩ শতাংশ। সেই হিসাবে বছরের ব্যবধানে ব্যাংক খাতে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বেড়েছে।
অর্থনীতিতে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বাড়াতে সম্প্রতি বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। নারী উদ্যোক্তা, সাবেক নারী ব্যাংকার, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। আর বেসরকারি ব্যাংকগুলোয় মালিকদের স্ত্রী, কন্যা, পুত্রবধূ ও ঘনিষ্ঠজনদের পরিচালক হিসেবে দেখা যায়।
জানা যায়, দেশে নারী কর্মকর্তাদের সবচেয়ে বেশি অংশগ্রহণ বিদেশি ব্যাংকগুলোতে। এসব ব্যাংকে নারীদের অংশগ্রহণের হার ২৩ দশমিক ৯০ শতাংশ। এরপর অংশগ্রহণে এগিয়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো। এসব ব্যাংকে নারীদের অংশগ্রহণ ১৬ দশমিক ৫২ শতাংশ। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকগুলোর নারীদের অংশগ্রহণ যথাক্রমে ১৬ দশমিক ১৫ শতাংশ ও ১৪ দশমিক ৩৭ শতাংশ।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টির মধ্যে লিঙ্গ সমতা পঞ্চম গোল। বাংলাদেশ এ লক্ষ্যমাত্রা অর্জনে এবং সব ক্ষেত্রে নারী ও মেয়েদের ক্ষমতায়নে অধিক গুরুত্বারোপ করছে। লিঙ্গ সমতা গোল অর্জনে ৯টি টার্গেটে নারী এবং মেয়েদের প্রতি সব ধরনের অসমতা, হিংস্রতা দূরীকরণ, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সমাজের সব ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে নেতৃত্বস্থানীয় পর্যায়ে নারীদের পূর্ণ এবং কার্যকর অংশগ্রহণের উল্লেখ থাকায় সরকারি-বেসরকারিভাবে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ অধিক গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা।
অর্থসূচক/এমএইচ/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.