ফারদিন-ইরফানে জিতল মাশরাফির রূপগঞ্জ

বোলারদের অসাধারণ নৈপুণ্যের পর ফারদিন হাসান অনি এবং ইরফান শুক্কুরের ব্যাটে জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে পাঁচ উইকেটে হারিয়েছে দলটি। গত দুই ম্যাচে হারার পর প্রিমিয়ার লিগের এবারের আসরে এটি রূপগঞ্জের সপ্তম জয়। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে গেল তারা। অপরদিকে লিগের ৯ রাউন্ড শেষে রূপগঞ্জের চেয়ে একটি জয় কম নিয়ে মোহাম্মদ মিঠুনের প্রাইম ব্যাংকের অবস্থান চতুর্থ স্থানে।

সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারেই পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় রূপগঞ্জ। ১৯ বলে ২১ রান করা এই ওপেনারকে বোল্ড করে ফেরান রেজাউর রহমান রাজা। এর এক ওভার পর আরেক ওপেনার মুনিম শাহরিয়ারও ফিরে যান। ১৩ বলে ৭ রান করা মুনিমকে প্যাভিলিয়নের পথ দেখান নাসির হোসেন। ইমনের পর সাব্বির রহমানকেও বোল্ড করে ফেরান রাজা। ফেরার আগে সাব্বির করেন ১০ বলে ৮ রান। তারপর ৫৪ রানের জুটি গড়েন ফারদিন এবং ইরফান। এই জুটিই রূপগঞ্জকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। যদিও একশ পার করে আরও দুটি উইকেট হারায় রূপগঞ্জ। ৩১ বলে ৩৪ রান করা ইরফানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন শেখ মেহেদী।

দলকে জয় পাইয়ে দিতে বড় ভূমিকা রাখা ফারদিনও ফিরে যান ম্যাচের শেষ লগ্নে। ৬৪ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৪৭ রান করা ফারদিনকেও আউট করেন শেখ মেহেদী। দলকে জয়ের বন্দরে পৌঁছানোর কাজটি করেন চিরাগ জানি (৭*) এবং মোহাম্মদ রাজিবুল ইসলাম (১*)।

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩৬.২ ওভারে দশ উইকেটে ১২৮ রান তোলে প্রাইম ব্যাংক। দলটির হয়ে এ দিন সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন নাসির হোসেন। ইয়াসির আলী রাব্বি করেন ৩৮ বলে ২৮ রান। এ ছাড়া মোহাম্মদ মিঠুন এবং করিম জানাত দুজনই ১৭ রান করে করেন। রূপগঞ্জের বোলারদের মধ্যে ৩৪ রান খরচায় তিন উইকেট নেন আব্দুল হালিম। এ ছাড়া মাশরাফি বিন মুর্তজা এবং সোহাগ গাজী দুজনই দুটি করে উইকেট নেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.