সৌদি প্রতিনিধিদল ইয়েমেনে

শান্তিস্থাপনের উদ্দেশ্য নিয়ে ইয়েমেনের সানায় পৌঁছালেন সৌদি আরবের প্রতিনিধিদল। এর আগে গত শনিবার ওমানের মধ্যস্থতাকারীরাও ইয়েমেনে পৌঁছেছেন।

ইয়েমেনে গত আট বছর ধরে ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের লড়াই চলছে। এই পরিস্থিতিতে শান্তিস্থাপনের উদ্দেশ্য নিয়ে সৌদি প্রতিনিধিদলের সফর তাৎপর্যপূর্ণ।

সংবাদসংস্থা এএফপি ইয়েমেনের এক কূটনীতিককে উদ্ধৃত করে জানিয়েছে, কীভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, তার খোঁজ করতেই সৌদি প্রতিনিধিদল ইয়েমেন এসেছে। ইরান এবং হুতি বিদ্রোহীরা ছয় মাসের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর মধ্য়ে তিনমাস রাখা হয়েছে আলোচনার জন্য।

হুতিদের সংবাদসংস্থা সাবাও সৌদি প্রতিনিধিদের ইয়েমেনে আসার কথা জানিয়েছে। সাবা বলেছে, হুতি নেতারা সৌদি এবং ওমান প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছেন।

হুতি নেতা মোহাম্মদ আল-বুকাইতি জানিয়েছেন, রিয়াদের সঙ্গে আলোচনা এখনই ফলপ্রসূ হবে কি না, তা বলার সময় আসেনি। যদি হয়, তবে তাহলে হুতি ও সৌদি আরব দুপক্ষেরই জয় হবে।

মাস খানেক আগেই চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে সমঝোতা হয়েছে। তারপরেই ইয়েমেনে শান্তিপ্রচেষ্টা শুরু হলো।

গত বৃহস্পতিবার ইরান ও সৌদির উচ্চপদস্থ কর্মকর্তারা বেজিংয়ে আলোচনায় বসেছিলেন। তারা জানান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য়ে তারা কাজ করবেন। শনিবার সৌদি কূটনীতিকরা ইরানে গিয়েছেন। সূত্র: ডিডাব্লিউ, এএফপি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.