সোমবার (১০ এপ্রিল) তানজির ফাহিম জুম্মা (অভি)’র ১৩তম মৃত্যুবার্ষিকী। অভি বিগত ২০১০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ফোর্ট লাউটারডেলে আকস্মিক ইন্তেকাল করেছিলেন। তাঁর বয়স হয়েছিল ২৯ বছর।
প্রয়াত অভি যুক্তরাষ্ট্র থেকে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং-এ স্নাতক ডিগ্রি লাভের পর একটি ইনভেস্টমেন্ট কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ডিসিসিআই’র সাবেক উর্ধ্বতন সহ-সভাপতি সাজ্জাতুয জুম্মার বড় ছেলে। উল্লেখ্য, অভি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় নেতা মরহুম এ এইচ এম কামরুজ্জামানের নাতি।
অর্থসূচক/ এইচএআই
			
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.