আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর হামলা: এরদোয়ান-রায়িসির ফোনালাপ

ইসরাইলের পাশবিকতার বিরুদ্ধে ঐক্য ও সংহতি জোরদার করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে তিনি এ আহ্বান জানান।

গত মঙ্গলবার রাতে ইসরাইলি সেনারা পশ্চিম তীরের আল-আকসা মসজিদে নামাজ আদায়রত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর চড়াও হয়। তারা মুসল্লিদের বেধড়ক মারপিট করে এবং বহু ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়। ওই হামলার ব্যাপারে এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট রায়িসি।

আল-আকসা মসজিদে হামলার ব্যাপারে করণীয় ঠিক করতে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসিকে জরুরি বৈঠকে বসার আহ্বান পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট রায়িসি। তিনি সিরিয়া ও লেবাননে ইসরাইলি বিমান হামলারও তীব্র নিন্দা জানান।

টেলিফোনালাপে রজব তাইয়্যেব এরদোয়ানও ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, দায়িত্বজ্ঞান ও ধৈর্য নিয়ে কাজ করলে ফিলিস্তিনে নতুন করে সহিংসতা এড়ানো সম্ভব হবে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.