২০ এপ্রিল থেকে টরেন্টোতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

এমিরেটস ২০ এপ্রিল থেকে দুবাই-টরন্টো রুটে দৈনিক ১টি করে ফ্লাইট পরিচালনা করবে। বর্তমানে এই রুটে সপ্তাহে ৫ টি ফ্লাইট পরিচালনা করেছে এয়ারলাইনটি। ইউএই এবং কানাডার মধ্যে সম্পাদিত সম্প্রসারিত বিমান চলাচল চুক্তির ফলে ২০০৯ সালের পর এই প্রথম ফ্লাইট সংখ্যা বৃদ্ধির সুযোগ পেল এমিরেটস।

বাংলাদেশ, ভারত, ইউএই, পাকিস্তান, ইরান, সৌদি আরব এবং শ্রীলঙ্কার থেকে টরন্টো ভ্রমণের বিপুল চাহিদা রয়েছে। তেমনিভাবে টরন্টো থেকে এসকল দেশে ভ্রমণকারীদের সংখ্যাও বিশাল। দুবাই-টরন্টো রুটে এমিরেটসের প্রতিটি ফ্লাইটই সম্পূর্ণ বুকড থাকে।

উল্লেখ্য, ২০০৭ সালে টরন্টোতে ফ্লাইট শুরু করে এমিরেটস এবং ২০০৯ সাল থেকে দুবাই-টরন্টো রুটে ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হচ্ছে বিশালকার দ্বিতল এয়ারবাস এ৩৮০ । এ৩৮০ উড়োজাহাজের প্রতি ফ্লাইটে ৪৯১ জন যাত্রী পরিবহণ করছে এয়ারলাইনটি। নতুন দুটি ফ্লাইট চালু হলে এই রুটে এমিরেটসের পরিবহণ সক্ষমতা ৪০ শতাংশ বৃদ্ধি পাবে অর্থাৎ অতিরিক্ত প্রায় ২,০০০ যাত্রী আসন পাওয়া যাবে।

গতবছর এমিরটস-এয়ার কানাডার সঙ্গে একটি কোডশেয়ার চুক্তি সম্পাদন করে। এর ফলে যাত্রীরা ভায়া টরন্টো নিরবিচ্ছিন্নভাবে কানাডার অভ্যন্তরীণ অনেক গন্তব্যে ভ্রমণ সুবিধা পাচ্ছেন, যার মধ্যে আছে অটোয়া, মন্ট্রিয়েল, এডমনটন, ক্যালগেরি, হলিফ্যাক্স ইত্যাদি।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১ টি ফ্লাইট পরিচালনা করে এবং যাত্রীরা ঢাকা থেকে ভায়া দুবাই-টরন্টোসহ বিশ্বের ১৪০ টি গন্তব্যে ভ্রমণের জন্য সবিধাজনক সংযোগ পাচ্ছেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.