বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার প্রফেসর ড. শেখ শামসুদ্দিন আহমেদ মা হারিয়েছেন। আজ শুক্রবার (৭ মার্চ) রাত সোয়া ১২টায় উনার মা সামিয়া আহমেদ রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
সামিয়া আহমেদের মৃত্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গভীর শোক প্রকাশ করেছে। বিএসইসির এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করা হয়েছে।