‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩’ উদযাপন

‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি পিএফডিএ ভকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট (পিএফডিএ ভিটিসি)’র সহযোগিতায় এবছরের প্রতিপাদ্য ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভূক্তিমূলক বিশ্বগঠন’ উদযাপন করেছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ এবং এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরীর উপস্থিতিতে পিএফডিএ-ভিটিসি প্রাঙ্গনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এমটিবি ফাউন্ডেশন অটিজম এবং স্নায়বিক প্রতিবন্ধী তরুণ ব্যক্তিদের শেখার সুযোগ প্রদানের মাধ্যমে অটিজম আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ যাতে তারা নিজেদের উন্নতির পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে। এমটিবি ফাউন্ডেশন অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের উপর জোর দেয় কারণ এটি তাদের অধিকার এবং কৃতিত্বের স্বীকৃতির পাশাপাশি নিজেদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য ব্যবহারিক দক্ষতা এবং জ্ঞান প্রদান করে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.