মঙ্গলবার যুক্তরাজ্যের জেলে উইকিলিকসের প্রতিষ্ঠা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করতে গেছিলেন রিপোর্টার্স বিয়ন্ড বর্ডারের সদস্যরেরা। কিন্তু জেল কর্তৃপক্ষ তাদের অ্যাসেঞ্জের সঙ্গে করতে দেননি। তার স্ত্রীকে অবশ্য দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।
রিপোর্টার্স বিয়ন্ড বর্ডারের জেনারেল সেক্রেটারি এবং ডিরেক্টর গেছিলেন অ্যাসাঞ্জের সঙ্গে কথা বলতে। কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। তাদের বলা হয়েছে, আগাম অনুমতি না নিয়ে অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করা যাবে না। যদিও জেলে বন্দিদের সঙ্গে দেখা করার সমস্ত নিয়ম মেনেই তারা দেখা করতে গেছিলেন।
অ্যাসাঞ্জের স্ত্রী ভিতর থেকে ঘুরে এসে জানান, তার শরীর প্রতিদিন ভেঙে পড়ছে। কিন্তু অ্যাসাঞ্জ জানিয়েছেন, তিনি লড়াই চালিয়ে যাবেন। তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার শেষ দেখে ছাড়বেন।
রিপোর্টার্স বিয়ন্ড বর্ডারের অভিযোগ, সাংবাদিক বলে তাদের ঢুকতে দেওয়া হয়নি। যদিও নিয়ম মেনেই তারা আগাম জানিয়েছিলেন জেল কর্তৃপক্ষকে। শেষ মুহূর্তে তাদের নাম লিস্ট থেকে কেটে দেওয়া হয়।
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, জেলের ভিতর কোনো সাংবাদিকের প্রবেশ নিষেধ। সে কারণেই রিপোর্টার্স বিয়ন্ড বর্ডারের কর্মকর্তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এনজিও কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, এরপর আরো উপর মহল থেকে অনুমতি করিয়ে তারা অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করতে যাবেন। যে কোনো অতিথির সঙ্গে অ্যাসাঞ্জের দেখা করার অধিকার আছে বলে তারা জানিয়েছেন। অন্যদিকে, সাংবাদিকও নির্দিষ্ট নিয়ম মেনে বাকি অতিথিদের মতোই জেলে ঢুকতে পারেন বলে জানিয়েছেন তারা। যদিও জেলের দাবি, সাংবাদিকদের বন্দিদের সঙ্গে দেখা করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম আছে। এক্ষেত্রে তা মানা হয়নি বলেই এনজিও-র সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এএফপি
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.