সাকিব-মুশফিকে বাংলাদেশের দেড়শ

আয়ারল্যান্ডকে ২১৪ রানে অলআউট করার পর দুই উইকেটে ৩৪ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।

এ দিনের শুরুতে সুবিধা করতে পারেননি মুমিনুল হক। ব্যক্তিগত ১৭ রানে মার্ক অ্যাডায়ারের বলে বোল্ড হয়ে ফিরেছেন বাংলাদেশের টেস্ট বিশেষজ্ঞ এই ব্যাটার। দলীয় ৪০ রানে মুমিনুল ফেরার পর শুরুতে কিছুটা রক্ষণাত্মক খেলে মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান।

যদিও পরের দিকে হাত খুলে খেলতে থাকেন সাকিব। রান বাড়াতে থাকেন দলের। সাকিব মুশফিকের ব্যাটে ৩৩ ওভারের আগেই দলীয় দেড়শ রানের ছোঁয়া পায় বাংলাদেশ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.