সিরিয়ায় আইএসের ইউরোপ হামলা পরিকল্পনাকারী নিহত

মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় হামলা চালিয়েছে।  সেখানে ইউরোপে হামলার পরিকল্পনাকারী ইসলামিক স্টেট (আইএস)’র নেতা খালিদ আইদ আহমেদ আল-জাবউরিকে হত্যা করা হয়েছে। খবর বিবিসি।

ইউএস সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, আল-জাবউরি মঙ্গলবার (৪ এপ্রিল) একটি অজ্ঞাত স্থানে মারা যান। হামলায় কোনো বেসামরিক নাগরিক নিহত হয়নি বলে জানা গেছে। সিরিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, আইএস মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য দেশের জন্য বড় ধরনের হুমকি। আল-জাবউরি আইএস নেতৃত্বের একজন গঠনকারি তাই তার মৃত্যু ক্ষনিকের জন্য হামলার পরিকল্পনা করা সংগঠনের কাজে ব্যাঘাত সৃষ্টি করবে।  তবে তিনি এর আগে কোনো হামলার পরিকল্পনাকারী ছিলেন কিনা সেম্পর্কে  বিস্তারিত কিছু জানানো হয়নি।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.