খুব ভালোভাবে টেস্ট ম্যাচটা জিততে চাই: রাজ্জাক

আয়ারল্যান্ডকে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়। এমন পারফরম্যান্সের পর টেস্টের জন্যও সেরা দল নিয়েই মাঠে নামতে চলেছে স্বাগতিকরা। দলে আছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও লিটন দাস। অবশ্য দুজনেরই এই টেস্ট বাদ দিয়ে আইপিএলে খেলার গুঞ্জন ছিল চারদিকে। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে দীর্ঘদিন পর সাদা পোশাকে ফিরছে বাংলাদেশ। ফেরার ম্যাচে শুধু জয়ই নয়, বড় ব্যবধানে জয়ই লক্ষ্য টাইগারদের।

জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘টেস্ট ম্যাচ একটা ভিন্ন জিনিস। আমরা প্রথম দিকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট খেলতে গেলে কিন্তু ওদের মূল দলটাই খেলত। ভারত কিন্তু টেস্ট খেলতে মূল দলটাই আসে। এই ম্যাচটা হয়তো চ্যাম্পিয়ন্স লিগের (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ) অংশ নয়। তবে টেস্ট জিতে রাখা একটা ভিন্ন বিষয়। এটা থেকে কেউ আসলে নিজেদের বঞ্চিত করতে চায় না।’

টেস্ট ম্যাচটি ভালোভাবে জেতার লক্ষ্য নিয়ে রাজ্জাক বলেন, ‘আমার সোজা হিসাব, খুব ভালোভাবে টেস্ট ম্যাচটা জিততে চাই। একটা সময় কিন্তু ছিল শুরুর দিকে, বিশেষ করে আমরা যখন টেস্ট খেলেছি, তখন যে অবস্থা ছিল, আমাদের সঙ্গে খেলত এবং সমানে দাপট দেখিয়ে ম্যাচ জিতত। আমরাও চাই সেভাবে করতে (হাসি)। যাতে করে বোঝানো যায় যে, আমাদেরও ওই উন্নতিটা হচ্ছে। নতুন যারা আসছে তাদের সঙ্গে আমাদেরও পার্থক্যটা এরকম।’

২০১৯ সালে পূর্ণশক্তির দল নিয়েও ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে হেরে গিয়েছিল বাংলাদেশ। রাজ্জাকের ভাষ্য, ‘আয়ারল্যান্ডের কাছে হেরে যেতে পারি বা আফগানিস্তানের কাছে হারের কথা চিন্তা হয়নি। আমাদের এই কথা চিন্তা হয়েছে যে, আমরা এই ম্যাচটা খুব ভালোভাবে দাপট দেখিয়ে জিততে চাই, খুব ভালোভাবে। আমাদেরও তো জানা দরকার আছে আমরা টেস্টে কোন অবস্থায় আছি, পার্থক্যটা কী…।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.