ইসরাইলি হামলায় ইরানের আরও ১ কর্মকর্তা নিহত

সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হওয়া ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির আরও এক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবারের হামলায় তিনি মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ নিয়ে শুক্রবারের হামলায় আইআরজিসি’র মোট দুই কর্মকর্তা নিহত হলেন। সর্বশেষ নিহত হওয়া ইরানি কর্মকর্তার নাম মেকদাদ মেহকনি। এর আগে নিহত হয়েছিলেন আইআরজিসির কর্মকর্তা মিলাদ হায়দারি।

মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত ইসরাইল মোট ৬ বার সিরিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ইসরাইলের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সময়মতো নিশ্চিতভাবে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে আইআরজিসি।

ইসরাইলের এ সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে দফায় দফায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিরিয়া। বহুবার এর প্রতিকার চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে চিঠি দিয়েছে দামেস্ক কিন্তু আজ পর্যন্ত ইসরাইলের হামলার বিরুদ্ধে টু শব্দ করেনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.