আল-আকসা মসজিদে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আল-আকসা মসজিদের কাছে এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। পবিত্র রমজান মাসে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি মুসল্লিদের বিরুদ্ধে সহিংসতা বাড়িয়েছে এবং এর অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটালো।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, মোহাম্মাদ আল-ওসাইবি নামে এই ফিলিস্তিনি তরুণ আল-আকসা মসজিদের চেইন গেটের কাছে নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-আকসা মসজিদের ভিতর থেকে গুলির শব্দ স্পষ্টভাবে শোনা গেছে। একজন ফিলিস্তিনি তরুণীকে আল-আকসা মসজিদে ইসরাইলি সেনারা প্রবেশে বাধা দিলে ওই তরুণ তার প্রতিবাদ করেন। এজন্য ইসরাইলি সেনারা ২৬ বছর বয়সী আল-ওসাইবিকে গুলি করে হত্যা করে।

ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করার পর ইসরাইলি সেনারা দরজা বন্ধ করে দেয় এবং মসজিদ চত্বরে প্রবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি। এ সময় ইসরাইল কর্তৃপক্ষ সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.