ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
রোববার (২ এপ্রিল) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। মতিউর রহমানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার রাত ১১টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলাটি করা হয়।
মামলায় প্রথম আলোর সম্পাদক ছাড়াও সিআইডি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাপার্সন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এই মামলার বাদী আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)। গত বৃহস্পতিবার এ মামলায় শামসুজ্জামান শামসকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.